Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে জিহাদি হামলা ৯ সৈন্যের প্রাণহানি

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালির মধ্যাঞ্চলে জিহাদিদের হামলায় নয় সৈন্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। ওই অঞ্চলে ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর কমান্ডার গত মঙ্গলবার একথা জানান। তিনি বলেন, বারকিনা ফাসো সীমান্তের কাছে একটি অভিযান চালানো হচ্ছে। মালির বাণিজ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেল করিম কোনাতে এক বিবৃতিতে বলেন, দোগোফ্রি ও নামপালার মধ্যবর্তী স্থানে জাতীয় সশস্ত্র বাহিনীর সরবরাহ মিশনের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। তিনি একে একটি কাপুরুষোচিত ও বর্বরোচিত আচরণ হিসেবে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমাদের ও আমাদের অংশীদারদের প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ