Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৮

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের কাবুলে ন্যাটো মিশনের একটি বহরে আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। আফগান সরকারের মুখপাত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম হতাহতের এ সংখ্যা জানিয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছেন ওই মুখপাত্র। আহতদের মধ্যে মার্কিন বাহিনীর তিন সদস্য রয়েছে বলেও জানান তিনি। তারা সামান্য আঘাত পেয়েছেন এবং ন্যাটো ঘাঁটিতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবরে বলা হয়, গতকাল বুধবার সকালে যখন সবাই কর্মব্যস্ত অবস্থায় আছেন তখন মার্কিন দূতাবাসের পাশে একটি সামরিক যানে হামলা চালানো হয়। তালেবানের পক্ষ থেকে বিদেশি বাহিনী লক্ষ্য করে আক্রমণের হুমকি দেওয়ার পর এ হামলা হলো। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ফরাসি বার্তা সংস্থা জানায়, হামলার কারণে দুটি সামরিক যান প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ওই পথ দিয়ে যাচ্ছিল এমন আরও কয়েকটি গাড়িও নষ্ট হয়েছে। তবে বড় ধরনের বিস্ফোরণ প্রতিরোধক সাঁজোয়া যানগুলো নিরাপদে ঘাঁটিতে পৌঁছাতে পেরেছে বলে টুইটারে জানিয়েছে ন্যাটো। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ