Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে দ্বিতীয় ছাত্রীকে ধর্ষণ বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা :  নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে কালু প্রামাণিক (৫০) নামে এক লম্পট। এছাড়াও  পারকোল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইয়ারুল ইসলামের (৬০) ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কচুয়া গ্রামে বাড়ির পাশের বাগানে বড়ই কুড়াতে গেলে একই গ্রামের গণি প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার গোঙ্গানীর শব্দে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনমুন জানান, তার মেডিকেল চেক-আপ সম্পন্ন হয়েছে। তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোলে আর এক স্কুলছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন কালে অন্যান্যের মধ্যে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, পারকোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষক ইয়ারুল ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়াইগ্রামে দ্বিতীয় ছাত্রীকে ধর্ষণ বিচার দাবীতে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ