Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি করার পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে Ñএম কে আনোয়ার

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, দেশের রাজনীতিতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, রাজনৈতিক দলগুলোকে তাদের কথা বলার এবং রাজনীতি করার পরিবেশ তৈরী করা ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়া ও যাতে ভোটাররা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ তৈরী করার দায়িত্ব সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেছেন। সাবেক কেবিনেট সচিব এবং হোমনার উন্নয়ন ও আধুনিকায়নের স্থপতি এমকে আনোয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া তদারকি করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এমকে আনোয়ার বলেন, সরকার একদিকে নির্বাচন সুষ্ঠু করার কথা বলছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, হামলাÑমামলা ও ভয়ভীতির মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এমকে আনোয়ার সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো এক তরফা না করে আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোট দেয়ার পরিবেশ তৈরী করুন, তাহলেই বুঝা যাবে দেশের জনগন কার পক্ষে আছে।  এভাবে একটা দেশ চলতে পারে না। তিনি বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনী মাঠে সরব থাকার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতি করার পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে Ñএম কে আনোয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ