Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে আবাহনী

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের ‘ই’ গ্রæপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতীয় ক্লাব ব্যাঙ্গালুরু এএফসির বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ঢাকা আবাহনী লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুরু হবে আবাহনী-ব্যাঙ্গালুরু ম্যাচটি।
নিজেদের মাঠে খেলা বলে আবাহনী কিছুটা আশাবাদী এই ম্যাচ নিয়ে। যদিও তারা ব্যাঙ্গালুরুতে স্বাগতিক দলের কাছে হেরেছিলো। এর আগে হার দিয়েই টুর্নামেন্ট শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে ২-০ গোলে হারের পর কোলকাতায় দ্বিতীয় ম্যাচে মোহনবাগের কাছে ৩-১ গোলে হারে আবাহনী। আর তৃতীয় ম্যাচে তো ২-০ গোলের হার নিয়ে ব্যাঙ্গালুরু ছাড়তে হয়েছে ঢাকার আকাশী-হলুদদের। তাই চতুর্থ ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আবাহনীর। গত ক’দিনে খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি কিছুটা হলেও কমেছে তাদের। একই সঙ্গে গত দু’টি ম্যাচে মাঠের বাইরে থাকা ডিফেন্ডার সামাদ ইউসুফকে পাওয়া যাচ্ছে আজ। তাই তিনজন বিদেশি নিয়েই মাঠে নামতে পারবে আবাহনী। যা কিছুটা হলেও দলটার জন্য উজ্জীবনী শক্তি হয়ে থাকবে। তাই তো ব্যাঙ্গালুরুর বিপক্ষে ফিরতি লড়াইয়ের আগে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আবাহনী কোচ দ্রাগো মামিচকে বেশ আশাবাদি দেখা গেছে। তিনি বলেন,‘আমাদের অনেক সমস্যা আছে জানি। তবে এখন দলের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তা ছাড়া ঘরের মাঠে খেলা। তাই আমি বলব, আগের ভুলত্রæট শুধরে এই ম্যাচে আমাদের ভালো করা উচিত। অবশ্যই জয়ের জন্য খেলব আমরা।’ তবে আসল কথাটা বলতেও ভোলেননি মামিচ, ‘এএফসি কাপটা আমাদের জন্য আসলে অনেক বড় কিছু। এখানে খেলতে যে প্রস্তুতিটা দরকার ছিল, সেটা আমাদের ছিল না।’
শেখ কামাল টুর্নামেন্টে খেলা পাঁচজন খেলোয়াড় হঠাৎ করেই আবাহনী শিবির ছেড়েছেন। সব মিলিয়ে গত মৌসুমের দল থেকে দশজনই নেই আবাহনীতে। নতুন দল গঠন করে এএফসি কাপের মতো টুর্নামেন্ট খেলা কতটা কঠিন, তা বেশ বুঝতে পারছেন এই ক্লাবের কর্মকর্তারা। তার পরও আবাহনী ভালো কিছুর আশায় আছে। কিন্তু যে দল প্রথম তিন ম্যাচেই হেরে মানসিকভাবে কোণঠাসা হয়ে যায়, সেই দল কীভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠলে আবাহনীর অধিনায়ক মামুন মিয়া বলেন, ‘সত্যি বলতে আমরা আগেই পথ হারিয়ে ফেলেছি। এখন আমাদের ঘরের মাঠে অন্তত একটা জয় তুলে শেষ দুটি ম্যাচ খেলতে চাই।’
আজকের ম্যাচ হারলে আবাহনীর বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর ঢাকায় জিতলে তিন পয়েন্ট পেয়ে গ্রæপ চ্যাম্পিয়ন প্রায় নিশ্চিত হবে ব্যাঙ্গালুরুর। তাই ম্যাচটা বাড়তি গুরুত্ব দিয়েই দেখছে ভারতের ক্লাবটি। গত এএফসি কাপের রানার্সআপ এই দলের স্প্যানিশ কোচ আলবার্তো রোকা পিউলের কথায় সেটাই পরিষ্কার, ‘যেহেতু ম্যাচটা জিতলে গ্রæগ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে, আমরা তাই সর্বশক্তি দিয়েই খেলব। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’ তবে ফিরতি ম্যাচটা সহজ হবে না, সে কথা বারবারই বলেছেন তিনি। দেখা যাক কী হয় ম্যাচে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ