Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হামাস ইসরাইলকে স্বীকৃতি দেবে না

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস নতুন একটি রাজনৈতিক দলিল প্রকাশ করেছে। এতে বলা হয়, ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে না। তবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়। ওই দলিলে আরও বলা হয়, হামাস কোনও ধর্মীয় সংগঠন নয়। এতে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বিচ্ছিন্নতাও স্পষ্ট করা হয়েছে। গত সোমবার দোহায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা খালেদ মেশাল আনুষ্ঠানিকভাবে ওই দলিল প্রকাশ করেন। উল্লেখ্য, আত্মপ্রকাশের সময় হামাসের ঘোষণাপত্রে বলা হয়, ইসরাইল রাষ্ট্রের ধ্বংসের মধ্য দিয়েই ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। ওই সংবাদ সম্মেলনে মেশাল বলেন, যত চাপই আসুক, যত সময় লাগুক না কেন, হামাস ফিলিস্তিনের এক ইঞ্চি ভূখন্ডও দখলদারের হাতে ছেড়ে দেবে না। তিনি আরও বলেন, হামাস এখনই পুরো ফিলিস্তিনের ভূখন্ড মুক্ত করার নীতি গ্রহণ করে না। তবে এর মানে এ নয় যে, আমরা জায়নবাদীদের পুরোপুরি স্বীকার করে নেবো, অথবা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করে দেবো। খালেদ মেশাল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে হামাসের অবস্থান সম্পর্কে বলেন, নতুন নীতিতে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার কোনও সুযোগ রাখা হয়নি। তবে আমরা ১৯৬৭ সালের ৪ জুন যে সীমান্ত নির্দেশ করা হয়েছিল, তার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আগ্রহী। যার রাজধানী জেরুজালেম, আর সব শরণার্থীরা তাদের নিজ ঘর ফিরে পাবে। ১৯৮৮ সালে মুসলিম ব্রাদারহুডের সহযোগী সংগঠন হিসেবে গড়ে উঠে হামাস। তবে নতুন নীতিগত দলিলে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংগঠনটির বিচ্ছিন্নতাকে স্পষ্ট করে বলা হয়েছে, হামাস একটি স্বতন্ত্র সংগঠন। আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে মেশাল বলেন, আমরা আমাদের নীতিকে হালকা করতে চাই না, তবে আমরা উদারতা চাই। আশা করছি, নতুন নীতি ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমাদের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ