মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে গরুর জন্য এবার বিশেষ অ্যাম্বুলেন্স চালু করেছে রাজ্য সরকার। অসুস্থ গরুকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য এ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য গত সোমবার নিজের বাসভবন থেকেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন। পরিষেবারটির নাম দেয়া হয়েছে গৌবংশ চিকিৎসা মোবাইল ভ্যান। ওই ভ্যানে হাজির থাকবেন একজন পশুচিকিৎসক ও তার সহকারী। প্রাথমিকভাবে এই পরিষেবা শুরু করা হবে লখনৌ, গোরক্ষপুর, বারাণসী, মথুরা এবং এলাহাবাদে। অসুস্থ বা দুর্ঘটনায় জখম গরুদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যাবে নিকটবর্তী পশু চিকিৎসালয় বা গোশালাতে। চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বরও। এমএনআরইজিএ মজদুর কল্যাণ সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে চালু করা হয় এই পরিষেবা। সংস্থার সভাপতি সঞ্জয় রাই জানান, যারা গরুকে ভোগ্যপণ্য হিসেবে দেখেন, অর্থাৎ দুধ দেয়া বন্ধ করে দিলে তার আর কোনো রকম দেখভাল করেন না, পাশাপাশি রাস্তায় নোংরা প্লাস্টিক খেতে বাধ্য করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও করা হয়েছে। একই রকমের আরেকটি পরিষেবা মধ্যপ্রদেশেও এর আগে চালু করা হয়েছে। ২০১৫ সালে ১০টি এরকম অ্যাম্বুলেন্সকে নিয়োগ করা হয় গরুদের চিকিৎসার জন্য। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।