Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় নতুন সংবিধানের ঘোষণা মাদুরোর

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন করে সংবিধান তৈরির ঘোষণা দিয়েছেন। দেশটির রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিরোধী দলের ভয়াবহ রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ চলছে এবং বলা হচ্ছে চলমান পরিস্থিতি শান্ত করতেই সোমবার তিনি এ ঘোষণা দেন। যখন তিনি তার কয়েক হাজার সমর্থকদের সঙ্গে মে দিবস উপলক্ষে দেয়া ভাষণে সংবিধান পরিবর্তনের ঘোষণাটি দিচ্ছিলেন, ঠিক তখনই রাজধানীর অন্য স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছিল। খবর এএফপি’র। বিরোধী দল তাৎক্ষণিকভাবে একে তাদের আন্দোলন বানচালের কৌশল হিসেবে উল্লেখ করে মঙ্গলবার থেকে সড়ক অবরোধের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বুধবার তারা একটি ‘বিশাল বিক্ষোভের’ আয়োজন করছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ