মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংস্কার না আনা হলে যুক্তরাজ্যের ধারাবাহিকতায় ফ্রান্সও ওই সংস্থা থেকে বের হয়ে আসতে পারে; মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাকরোন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য ওই পরিস্থিতিকে ফ্রেক্সিট বলে আখ্যা দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারাভিযানের শেষ সময়ে এ মন্তব্য করলেন ইইউপন্থী ম্যাকরোন। তিনি বলেছেন, আমি একজন ইউরোপ-পন্থি। নির্বাচনী প্রচারের পুরোটা সময় আমি বারবার ইউরোপীয় ধারণা এবং ইউরোপীয় নীতির পক্ষে কথা বলে গেছি। কারণ, আমি বিশ্বাস করি, এটি ফ্রান্সের জনগণের জন্য এবং বিশ্বায়নে আমাদের দেশের অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ইইউ-এর অকার্যকারিতার প্রসঙ্গেও কথা বলেন ম্যাকরোন। আর এর থেকে উত্তরণের আবশ্যিকতা তুলে ধরেন। ম্যাকরোন বলেন, আমাদের চলমান পরিস্থিতির মোকাবেলাও করতে হবে, আমাদের জনগণের কথা শুনতে হবে। আমাদের জনগণ কি কারণে আজ এত ক্ষুব্ধ ও অধৈর্য হয়ে পড়েছে তা আমাদের শুনতে হবে। তাছাড়া, ইইউ-এর অকার্যকারিতাও আর চলতে পারে না। গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরোন ২৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান লাভ করেন। তার প্রতিপক্ষ কট্টর-ডানপন্থি প্রার্থী পান লে পেইন ২১ দশমিক ৭ শতাংশ ভোট। আগামী ৭ মে চূড়ান্ত পর্বে ম্যাকরোন আর পেইনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ফরাসিরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।