Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিটের বিরোধিতায় রাজনীতিতে আবার সরব হচ্ছেন টনি ব্লেয়ার

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিটের বিরোধিতা করতে আবার অভ্যন্তরীণ রাজনীতিতে সরব হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি এমন সময় এ ঘোষণা দিলেন, যখন ব্রেক্সিট প্রক্রিয়া সফল করতে যুক্তরাজ্য সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেও তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না। ৮ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ব্রেক্সিট প্রক্রিয়ায় সরকারের গতি আনতে আগাম নির্বাচন দিয়েছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে টনি ব্লেয়ার এ-ও বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়ার একটি সুষ্ঠু রূপ দিতে বিতর্ক মঞ্চ গড়ে তুলবেন তিনি। আর্টিকেল ৫০ অনুযায়ী, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টনি ব্লেয়ার ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের লেবার পার্টির নেতৃত্বে ছিলেন। ৬৩ বছর বয়সি এই প্রাক্তন প্রধানমন্ত্রী অধীনে ইরাক যুদ্ধে অংশ যুক্তরাজ্য। তা নিয়ে বিতর্ক আছে। এখন আবার তিনি যদি ব্রেক্সিট নিয়ে বিরোধিতায় নামেন, তাহলে নিন্দার মুখে পড়তে পারেন তিনি। তবে ব্লেয়ার বলেছেন, এ জন্য যদি আমার হাত নোংরা করতেও হয়, আমি তা করবে। উল্লেখ্য, বেক্সিট সমঝোতায় রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশ। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়। ব্রেক্সিট নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতায় ইইউর দেশগুলো রাজি হওয়ায় বিশ্বের সবচেয়ে বড় এই আঞ্চলিক জোট থেকে দেশটির বের হয়ে যাওয়ার পথ নির্বিঘœ হবে বলে মনে করা হচ্ছে। এক টুইটে ইউরোপীয় কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, আলোচনার জন্য দৃঢ় ও স্বচ্ছ ম্যানডেট প্রস্তুত হয়েছে। ১৫ মিনিটে ব্রেক্সিট সমঝোতার খসড়া নির্দেশিকা চূড়ান্ত করে ইইউর দেশগুলো। এর আগে ইউরোপীয় কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক বলেছেন, ব্রেক্সিটের নিষ্পত্তি করতে ইইউভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্রেক্সিট নিয়ে আলোচনা করার জন্য ব্রাসেলসে একত্রিত হওয়া ইইউর ২৭টি দেশকে নিয়ে বিশেষ সম্মেলনের প্রাক্কালে তিনি এ বক্তব্য দিলেন। ওই সম্মেলনে সভাপতিত্ব করবেন টাস্ক। যদিও যুক্তরাজ্য এতে অংশ নেয়নি। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ