মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ বিষয়ক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পরিবেশবাদীরা। বিক্ষোভ মিছিল হয়েছে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও। ট্রাম্পের ক্ষমতা নেয়ার শততম দিনকে কেন্দ্র করে এ বিক্ষোভ আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক পরিবেশবাদী। তারা ট্রাম্প বিরোধী শ্লোগান দেন। হোয়াইট হাউস থেকে ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত মিছিল করেন। দাবি তুলেন নীতি পর্যালোচনার। এ মিছিল ক্লাইমেট মার্চ নামে পরিচিতি পেয়েছে। মিছিলে অংশ নেন পরিবেশবাদী, অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। রাজধানী ওয়াশিংটন ছাড়াও মিছিল হয় নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ দেশটির বড় বড় বেশ কয়েকটি শহরে। এসব আয়োজনেও অংশ নেন হাজারো মানুষ। ক্ষমতায় এসেই জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগ বাতিল করার হুমকি দিয়েছেন। প্যারিস জলবায়ু চুক্তি পালনে নারাজ তিনি। বন্ধ করতে চান জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘের অর্থায়ন। তার বদলে সে অর্থ যুক্তরাষ্ট্রের অবকাঠামো খাতে ব্যয় করার পরিকল্পনা নিয়েছেন তিনি। সবশেষ এক নির্বাহী আদেশে উত্তর মেরু ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উদ্যোগ নিয়েছেন তিনি। ওবামা এলাকাটিকে ‘অনির্দিষ্টকালের জন্য সীমাবদ্ধ’ ঘোষণা করেছিলেন। এর ফলে কোনো মার্কিন কোম্পানি এ অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অনুমতি পেত না। সংশ্লিষ্ট অঞ্চলের শক্তিশালী, টেকসই এবং স্থিতিশীল অর্থনীতি ও পরিবেশগত স্বার্থে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ওবামা। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় গেলে এ নিষেধাজ্ঞা বাতিলের প্রতিশ্রæতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রæতি পূরণে নির্বাহী আদেশ জারি করেছেন। ট্রাম্পের এ আদেশের বিরোধিতা করেছেন পরিবেশবাদীরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।