Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকে বিতর্কিত নওয়াজ

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় ধনকুবের ব্যবসায়ী সাজান জিনদাল গোপনে পাকিস্তান সফর করছেন এবং শৈল নিবাস মারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে দেশটিতে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নতুন করে বিতর্কের মুখে পড়েছেন নওয়াজ। পাকিস্তানের অনেক রাজনীতিবিদ এবং বিশ্লেষক ধারণা করছেন, নওয়াজের সঙ্গে অদূর ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে পর্দার আড়ালের কূটনীতির অংশ হিসেবে এ সফর করেন জিনদাল। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় জুনে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনের অবকাশে এ বৈঠক হতে পারে। আসন্ন সম্মেলনে পাকিস্তান ও ভারত উভয়কে এসসিওর পূর্ণ সদস্যপদ দেয়া হবে। জিনদালের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পাশাপাশি নওয়াজের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে পাকিস্তান সফর করা জিনদালের পক্ষে সম্ভব নয় কিন্তু জিনদালের সফর এবং তার সঙ্গে নওয়াজের বৈঠককে গোপন রাখায় দেশটির কোনো কোনো বিরোধী রাজনৈতিক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ