Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক মধ্যস্থতায় কোরিয়া সঙ্কট মীমাংসার আহ্বান পোপের

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকান্ডে কোরিয়া উপদ্বীপে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নরওয়ের কথাও প্রস্তাব করেছেন। মিসর সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এসব কথা বলেন। পোপ সতর্ক করে বলেছেন, কোরিয়া সংকট নিরসন না হলে বিশ্বের একটা বড় অংশের মানবতা বিপন্ন হয়ে যাবে। তিনি আরও বলেন, কোরিয়ার পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার কূটনৈতিক সমাধান হতে হবে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর সহায়তায় কোরিয়া সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন পোপ। তিনি বলেন, বিশ্বে বহু সাহায্যকারী রয়েছে। এখানে অনেক মধ্যস্থতাকারীও রয়েছে। উদাহরণ হিসেবে নরওয়ের কথাই বলা যেতে পারে। তারা সাহায্যের জন্য সবসময় প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় গত শনিবার ভোরে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে একটি মধ্যপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরই পোপ কোরিয়া সংকট সমাধানের আহŸান জানালেন। এদিকে, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রæপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান গত মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ