মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনের বন্দুকভক্ত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। গত শনিবার টেলিফোনে দুই নেতার কথোপকথনে উত্তর কোরিয়া নিয়েও আলোচনা হয় বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, নভেম্বরে দুটি সম্মেলনে যোগ দিতে এশিয়া সফরে যাবেন। তখন তিনি ফিলিপাইন সফর করবেন। কথোপকথনে দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কবে, কখন দুতার্তে যুক্তরাষ্ট্র সফরে আসবেন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি হোয়াইট হাউস। দুই নেতার কথোপকথনে উত্তর কোরিয়া সংকটের কথাও উঠে আসে বলে ওই বিবৃতিতে বলা হয়। এর আগে নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২ ডিসেম্বর ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন দুতার্তে। তখনও দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। উল্লেখ্য, বন্দুকভক্তির জন্য দুতার্তের পরিচিতি রয়েছে। গত বছর মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুতার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেয়া হবে নিরাপত্তা বাহিনীকে। ৩০ জুন শপথগ্রহণের পর মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ) মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দুতার্তের ওই কথিত মাদকবিরোধী যুদ্ধে নিহত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ। গত নভেম্বরে নিজ হাতে গুলি করে হত্যার কথাও স্বীকার করেন দুতার্তে। তখন ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি জানান, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি তিন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছিলেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।