মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় চলমান সংকট নিরসনে মার্কিন উদ্যোগে সমর্থন দিতে প্রস্তুত আছে রাশিয়া। গত শনিবার এক সাক্ষাতকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ায় চলমান সংকট নিরসন ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত উদ্যোগে সমর্থন দিতে এবং দেশটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠায় মস্কো প্রস্তুত রয়েছে। এদিকে সিরিয়া সংকট নিরসনে শান্তি আলোচনা অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আসছে ৩ মে শুরু হচ্ছে এ দফার আলোচনা। এবারের বৈঠকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। সিরিয়ায় রাসায়নিক হামলার জেরে বিরোধে জড়ায় মস্কো-ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, এ হামলার পেছনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী জড়িত। অন্যদিকে ক্রেমলিন মিত্র আসাদের পক্ষ নিয়েছে। রুশ প্রশাসনের দাবি, আগে থেকেই সেখানে রাসায়নিক অস্ত্র রাখা ছিল। এ হামলার জেরে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে পর পর ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এতে সিরিয়ার একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ মারা যান ৬ জন। ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটি। এ হামলাকে আগ্রাসন হিসেবে চিহ্নিত করে মস্কো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।