মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কিউবার পশ্চিমাঞ্চলের পাহাড়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক বিবৃতিতে কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, রুশ নির্মিত দুই ইঞ্জিনের অ্যান্টোনভ এএন-২৬ বিমানটি প্লায়া বারাকোয়া থেকে উড্ডয়নের পর আরতেমিসা প্রদেশের লোমা দে লা পিমিয়েন্তা পাহাড়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি রাজধানী হাভানার ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ওই বিবৃতিতে আরো বলা হয়, ওই দুর্ঘটনায় বিমানের ক্রুসহ আট সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির বিপ্লবী সামরিক বাহিনী মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এর আগে ২০১০ সালে কিউবায় অ্যারো ক্যারিবিয়ানের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হয়েছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।