Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতীয় নিরাপত্তা বাহিনীর যৌন হয়রানির প্রতিশোধ

ছত্তিশগড়ে হামলা প্রসঙ্গে মাওবাদীদের দাবি

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মাওবাদী গেরিলারা দাবি করেছে, তাদের ভাষায়, গোলযোগপূর্ণ এলাকাগুলোতে উপজাতীয় নারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতার প্রতিশোধ নিতে ছত্তিসগড়ের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের উপর হামলা করা হয়েছে। দক্ষিণ ছত্তিসগড়ের সুকুমা জেলায় গত ৫০ দিনে পরপর দু’দফা হামলায় সিআরপিএফের অন্তত ৩৭ জওয়ান নিহত হয়। সিপিআই (মাওবাদী) সামরিক শাখা গণমুক্তি গেরিলা বাহিনী বা পিএলজি চলতি মাসের ২৪ তারিখে ছত্তিসগড়-বুরকাপালে হামলা চালিয়েছিল। সিপিআই (মাওবাদী)র ডান্ড কারানিয়া স্পেশাল জোন কমিটি বা ডিকেএসজেডসি গত শনিবার এক অডিও-বিবৃতিতে জানিয়েছে। এছাড়া মাওবাদী গেরিলারা ওই এলাকায় রাস্তা ও রেললাইন নির্মাণ এবং মোবাইল টাওয়ার স্থাপনের বিরোধিতা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে দাবি করা হয়, আধা সামরিক বাহিনী এবং পুলিশের নিরাপত্তার জন্য এসব তৎপরতা চালানো হয়। বিবৃতিতে সিআরপিএফ জওয়ানদের লাশ বিকৃত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মাওবাদী গেরিলারা। এতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একই অভিযোগ করা হয়েছে। এছাড়া, পিএলজিএ’র নিহত নারী সদস্যদের আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বলেও অভিযোগ করা হয় এতে। বিবৃতিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিম্নস্তরের সদস্যদের সরকারি চাকরি ছেড়ে মাওবাদীদের সঙ্গে যোগ দেয়ার আহŸান জানান হয়। এ বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ছত্তিসগড়ের স্পেশাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ ডি.এম. ওয়াস্তি বলেন, এটি যাচাই করে দেখে এর সত্যতা নির্ধারণ করবেন। পাশাপাশি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত গেরিলাদের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ