Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানদের জন্যই প্রেসিডেন্ট হতে চান না মিশেল

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। কিন্তু দেশবাসীর এ ইচ্ছায় মিশেলের বরাবরের অনীহা লক্ষ্য করা যায়। হোয়াইট হাউস ছাড়ার পরে প্রথম বক্তব্যেও তিনি নিজের এ অনীহার কথা জানিয়েছিলেন। দুই সন্তানের কথা চিন্তা করেই তিনি ফের হোয়াইট হাউসে যেতে চান না বলে উল্লেখ করেন। টানা দুই মেয়াদে মার্কিন ফার্স্টলেডি হিসেবে দায়িত্ব পালন করেন মিশেল। ছিলেন তুমুল জনপ্রিয়। গত জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার সময় তার জনপ্রিয়তা বারাক ওবামার চেয়ে ১০ শতাংশ বেশি ছিল। সেসময় ৬৮ শতাংশ আমেরিকান মিশেলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিলেন। মিশেলও বরাবর রাজনীতি সচেতন। সমাজসেবায় রয়েছে তার জোরালো ভূমিকা। গত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের হয়ে প্রচারণায় শক্তিশালী ভূমিকা রেখেছিলেন তিনি। সেসময় বিভিন্ন বক্তব্যে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় মেলে। বেশ কয়েকবার হিলারির প্রচারণার পালে হাওয়া জুগিয়েছেন মিশেল। আর এ কারণেই পরের বারের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে ভাবতে শুরু করে দেশটির নাগরিকরা। অনেকে এটাও বলেন, হিলারিকে দিয়ে মহড়া করছে ডেমোক্র্যাট দল। ২০২০ সালে যার চূড়ান্ত পরিণতি মিশেলে গিয়ে ঠেকবে। কিন্তু সাবেক এ ফার্স্টলেডি বরাবরই প্রেসিডেন্ট হতে অনিচ্ছার কথা জানিয়ে এসেছেন। এবারো তার কণ্ঠে একই কথা শোনা গেল। খবরে বলা হয়, পরিবারের সঙ্গে প্রায় ১০০ দিনের ছুটি কাটিয়ে ফিরে মিশেল অংশ নেন স্থপতিদের জাতীয় সম্মেলনে। অরল্যান্ডোতে আয়োজিত এ সম্মেলনে তিনি নিজের অতীত ও ভবিষ্যত নিয়ে অকপটে কথা বলেন। এখানেই তিনি জানান, সন্তানদের কথা মাথায় রেখেই তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পদে লড়তে চান না। রাজনীতি সচেতন মিশেল বলেন, জনগণের সেবা করা আমাদের রক্তেই আছে। কিন্তু আপনি যখন প্রেসিডেন্ট হিসেবে লড়বেন, সেটা শুধু আপনার একার বিষয় থাকে না। এর সঙ্গে পরিবারে সদস্যরাও জড়িত। আমি আমার সন্তানদের আবার হোয়াইট হাউসে যেতে বলতে পারি না। সেখানকার জীবনটা বড়ই কঠিন। তিনি বলেন, হোয়াইট হাউসের জীবন বেশ কঠিন। এখন আমার মেয়েরা (মালিয়া ও সাশা) তাদের জানালা খুলতে পারে। অবারিত পৃথিবী তাদের সামনে উন্মুক্ত। হোয়াইট হাউসে গেলে ফের তাদের আবদ্ধ হয়ে পড়তে হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন মিশেলের চোখে পানি দেখা যায়। এর কারণ জানতে চাইলে তিনি হেসে বলেন, আমি চাইনি আমার চোখের পানি দেশের মানুষ দেখুক। কেননা এতে তারা ভুল বুঝতে পারেন। কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীদের রেখে আসতে আমার খুব কষ্ট হয়েছিল। তাই আর নিজেকে সংবরণ করতে পারিনি। বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ