Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরের কলেজছাত্রী শিখা মন্ডল অপহরণ মামলায় গ্রেফতার এক

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালি গ্রামের কলেজছাত্রী শিখা রানী মন্ডল অপহরণ মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে তাকে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে গ্রেফতার করা হয়। তবে অপহরণের ২৩ দিনেও পুলিশ অপহৃত কলেজছাত্রী শিখা রানী মন্ডলকে উদ্ধার করতে পারেনি।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ অশ্বিনী কুমার মন্ডল জানান, তার মেয়ে মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শিখা রানী মন্ডলকে গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে কলেজে যাওয়ার সময় অপহরণ করা হয়। কোথাও খুঁজে না পেয়ে ১০ এপ্রিল তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে একাধিক দায়িত্বশীল সূত্রে তিনি জানতে পারেন, ছোট ভেটখালি গ্রামের বর্তমানে সাতক্ষীরা শহরের ইটাগাছার পুরাতন বস্ত্রব্যবসায়ী শুকুর আলীর ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন শিখাকে অপহরণ করেছে। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে মেয়েকে না পেয়ে বাধ্য হয়ে তিনি গত ২৭ এপ্রিল রাতে শ্যামনগর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় শুকুর আলী, তার ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায় শুকুর আলীকে ইটাগাছা থেকে গ্রেফতার করেন। এদিকে, অশ্বিনী কুমার মন্ডল তার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায় জানান, শুকুর আলীকে গ্রেফতার করে তার ছেলে শফিকুলের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। একইসাথে শিখা রানী মন্ডলকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ