বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এম বেলাল উদ্দিন, রাউজান থেকে : চট্টগ্রামের রাউজানে মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে ফিল্মি স্টাইলে উল্টে চালকসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার বিকেল ৪টায় রাউজান গহিরা মঘাশাস্ত্রী এলাকার দু’টি ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, ট্রাক দু’টি রাস্তার দুপাশে উল্টে যায়। এতে দুই ট্রাকের ড্রাইভারসহ হেলপার আটকা পড়ে। গাড়িতে আটকা পড়া ড্রাইভার ও হেলপারদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বড়–য়া নামের এক ব্যক্তি জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের (খাগড়াছড়ি-ট-১১-০০২৯) সাথে হাটহাজারীমুখী ইট বোঝাই ট্রাকের (চট্টমেট্রো-ট-১১-১৩১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাটহাজারীমুখী ইটবোঝাই ট্রাকটির সামনের একসেল গাড়ি থেকে পৃথক হয়ে যায়। গাড়িতে আটকা পড়া ড্রাইভার ও হেলপারদের কাঁচ (গ্ল্যাস) ভেঙে উদ্ধার করা হয়। এসময় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা রাউজান হাইওয়ে থানার সার্জেন শরীফ জানান, ‘দুটি ট্রাক উল্টে গেছে এমন খবর পেয়ে আমরা এসেছি। আমরা ঘটনাস্থলে আসার আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত আহদের পরিচয় পাওয়া যায়নি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।