Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সহিংসতা ছড়িয়ে পড়ায় রিও ডি জেনিরো অচল ধর্মঘট বিক্ষোভে উত্তাল ব্রাজিল

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে ২০ বছরের মধ্যে প্রথম দেশব্যাপী ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের পর সহিংসতায় বেশ কয়েকটি গাড়িতে অগিড়বসংযোগ করা হয়। সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের বিভিনড়ব শহরে। খবরে বলা হয়, রিও ডি জেনিরো শহরের কেন্দ্রে বেশ কয়েকটি বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে অন্তত আটটি বাসে অগিড়বসংযোগের ঘটনা ঘটে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধান সড়কগুলো বন্ধ করে দিলে শহরটি কার্যত অচল হয়ে পড়ে। বেশকিছু দোকানেও হামলা চালানো হয়। সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত শুক্রবার শ্রমিক ইউনিয়নগুলোর ঘোষিত দেশব্যাপী ধর্মঘটে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের দফতর বন্ধ ছিল। স¤প্রতি ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মিশেল তেমের পেনশন কার্যক্রম সংস্কারের উদ্যোগ নেন। তিনি একে আধুনিকতার উদ্যোগ বলে দাবি করেন। আর্থিক মন্দা কাটিয়ে উঠতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে শ্রমজীবী মানুষদের ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সরকার পেনশন ব্যবস্থায় যে সংস্কার করতে যাচ্ছে, এর ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পেনশনে চিকিৎসাসহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ আসবে। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাউলোতে প্রেসিডেন্টের বাড়ির সামনে হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ বেশকিছু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। চলতি সপ্তাহের শুরুতে শ্রম আইন সংস্কারের জন্য তেমের পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেন। পার্লামেন্টে তার ডানপন্থী দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওই প্রস্তাব সহজেই পাস হয়। বিবিসির বিশেষ প্রতিনিধি ড্যানিয়েল গালাস জানান, তেমের এমন এক প্রেসিডেন্ট, সাধারণ মানুষ যাকে অপছন্দ করেন, কিন্তু পার্লামেন্টের জোরে তিনি যে কোনও কিছুই করতে পারেন। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হওয়া বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের পর ক্ষমতায় আসেন তেমের। তবে রৌসেফ সব সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সিনেটের শুনানিতে তিনি দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই। অভিশংসন প্রμিয়াকে তিনি সংসদীয় ক্যু বলেও অভিহিত করেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ