Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে কালো বলে কনে পালালো বিয়ের আসর থেকেই

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিহারের একটি বিয়ের শুভদৃষ্টি হবে যখন তখন ঘোমটা তুলে হবু বরের দিকে তাকিয়েই আক্কেল গুড়–ম কনের। এত কালো ছেলেকে বিয়ে করব না, বলেই সটান ছাদনাতলা থেকে পালালেন ওই তরুণী। এমন কান্ডে হতভম্ব বিহারের বেগুসরাইয়ের সালোনা গ্রামের ইন্দল কুমার। বিয়ে ঠিক হয়েছিল কয়েক দিন আগে। পাত্রী সমন্তীপুরের রোসডার সিংহমা গ্রামের কুমকুম কুমারী। উৎসবের আমেজ ছড়ায় দুই পরিবারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দলকে নিয়ে নাচতে নাচতে কনের বাড়ি পৌঁছন বরযাত্রীরা। সেজেগুজে তৈরি ছিলেন কুমকুমও। গন্ডগোলের শুরু এর পরেই। কনেকে বিয়ের মন্ডপে নিয়ে যেতে বলেন পুরোহিত। শুভদৃষ্টি, মালাবদল হবে বলে। মেয়ের পরিজনরা বিয়ের আসরে নিয়ে যান কুমকুমকে। মুখ ঢাকা ছিল ঘোমটায় তার। হবু বরকে দেখতে ঘোমটা তুলেই চটে লাল কুমকুম। চিৎকারজুড়ে দেন তিনি। বলেন, কী কালো ছেলেরে বাবা। ওকে আমি কিছুতেই বিয়ে করব না। কারও কথা না শুনেই বিয়ের মন্ডপ থেকে চলে যান ওই তরুণী। মেয়ের বাড়ির সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বরযাত্রীদের। কিছু ক্ষণ চুপচাপ বসেছিলেন ইন্দল। কনেপক্ষের লোকেদের ডেকে তিনি বলেন, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসুন না। লাভ হয়নি তাতে। দু’পক্ষে হাতাহাতির উপক্রম হয়। বরযাত্রীদের আটকে দেন এলাকাবাসী। আজ সকালে পণের টাকা, উপহার নিয়ে সমন্তীপুরে পৌঁছান বরের কয়েকজন আত্মীয়-বন্ধু। সব জিনিস ফেরত পেয়ে বরযাত্রীদের রেহাই দেন কুমকুমের পরিজনরা। পিটিঅই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ