Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমে আরো বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমের পূর্বাঞ্চলে ১৫ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। দেশটির আবাসন মন্ত্রণালয় গত শুক্রবার এ পরিকল্পনার কথা জানিয়েছে। ইসরাইলের আবাসনমন্ত্রী জোয়াভ গালান্ট দেশটির এক রেডিওতে বলেন, তার মন্ত্রণালয় ও জেরুজালেম পৌরসভার যৌথ পরিকল্পনায় কাজ করার কথা রয়েছে। এ পরিকল্পনার মধ্যে ২৫ হাজার বসতি স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। এরমধ্যে ১৫ হাজার বসতি জেরুজালেমের পূর্বাঞ্চলের জন্য; যা ইসরাইল ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দখল করে নেয়। জোয়াভ গালান্ট আরো বলেন, আমরা জেরুজালেমে ১০ হাজার বসতি এবং জেরুজালেমের পৌর সীমানার (বর্ধিত অংশ) মধ্যে ১৫ হাজার বসতি নির্মাণ করব। অবশ্যই এটি করা হবে। এদিকে ইসরাইলের এ পরিকল্পনার সমালোচনা করে ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সাহেব ইরেটক এক বিবৃতিতে বলেন, ইসরাইলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া আলোচনা পুনরায় চালু করার পথে এটি একটি ইচ্ছাকৃত বাধা। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের দখলকৃত অংশে স্থাপিত সব বসতি অবৈধ। ইসরাইলকে বিরত রাখার জন্য ফিলিস্তিন আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেয়া অব্যাহত রাখবে। উল্লেখ্য, ইসরাইল জেরুজালেমকে তাদের শাশ্বত ও অবিভক্ত রাজধানী হিসেবে বিবেচনা করে। কিন্তু ফিলিস্তিনিরাও সেখানে একটি রাজধানী চায়। ২০১৪ সালে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ শান্তি আলোচনা ভেস্তে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ