Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে মাদ্রাসায় ঢুকে বর্বরতা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোনো ধরনের উস্কানি ছাড়াই মাদ্রাসায় ঢুকে অতর্কিত হামলা করে শিক্ষার্থী এবং শিক্ষকদের আহত করেছে ভারতীয় সেনাবাহিনী। কোনো কিছু বুঝে ওঠার আগে তারা ৩০ জনকে পার্শ্ববর্তী আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বর্বরতার বর্ণনা দিলেন এক মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার নাম জামিয়া-সিরাজ-উল-হুদা মাদ্রাসা। গত শুক্রবার সকাল ১০ টায় এই হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। শিক্ষক আরো বলেন, সেনাবাহিনী দাবি করছে মাদ্রাসা থেকে তাদের ওপরে ইট-পাটকেল ছুড়ে মারা হয়েছে। যার কারণে তারা মাদ্রাসায় ঢুকে পড়েছে। যেটা পুরোটাই মিথ্যা কথা। তারা আরো দাবি করে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব মিথ্যা অভিযোগ তুলতে তুলতে তারা আমাদের ওপর হামলা শুরু করে। নির্যাতিত শিক্ষক নিজের পিঠ দেখিয়ে বলেন কীভাবে সেনাবাহিনী তাদের ওপর বর্বরতা চালায় তার ছোটখাটো নমুনা এটি। পিএনএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ