Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তে কাশ্মীরে ক্ষোভ

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে রাজ্য সরকারের সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ আরো বেড়ে গেছে। সরকারি ও জনহিতকর কাজে যুক্ত অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করে বলছেন, এর ফলে তাঁদের কার্যক্রম হুমকিতে পড়েছে। সম্প্রতি শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলমান বিক্ষোভের মধ্যে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপসহ ২২টি সামাজিক যোগাযোগের মাধ্যম অন্তত এক মাসের জন্য বন্ধ করে দেয়া হয় কাশ্মীর উপত্যকায়। শ্রীনগরের সরকারি চিকিৎসক কাজি হারুন বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বেশকিছু স্বাস্থ্য সচেতনতাবিষয়ক প্রচারণা চালান। এখন তা চালানো যাচ্ছে না। আন্দোলনকারী সংগঠন ইন্ডিয়াস সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি রাজ্য সরকারের সিদ্ধান্তকে ‘মুক্তমতের স্বাধীনতা হরণ’ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ভারত সরকারের কাছে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহŸান জানিয়েছে। উল্লেখ্য, এক মাসের জন্য ভারত অধ্যুষিত কাশ্মীরে নিষিদ্ধ করা হয়েছে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ-সহ ২২টি সামাজিক যোগাযোগের মাধ্যম। অঞ্চলটির প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা ছড়াতে সরকার বিরোধী উপাদান প্রচার করতে সেবাগুলোর অপব্যবহার করা হচ্ছে। স¤প্রতি কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচন চলাকালীন নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ এবং সহিংসতার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ