মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর মেরু ও আটলান্টিক মহাসাগরে তেল-গ্যাস উত্তোলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিষেধাজ্ঞা সরিয়ে দিতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনেক মার্কিন নাগরিকের কর্মসংস্থান হবে বলেও ট্রাম্প দাবি করেন। গত শুক্রবার আমেরিকা ফার্স্ট অফশোর এনার্জি স্ট্র্যাটেজি শীর্ষক ওই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভান্ডার রয়েছে। এখানকার সাগরে রয়েছে অবারিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। কিন্তু ফেডারেল সরকার এসব অফশোর ক্ষেত্রে ৯৪ শতাংশই উত্তোলনের জন্য বন্ধ রেখেছে। এর ফলে দেশের মানুষ হাজার হাজার কর্মসংস্থান ও কোটি কোটি ডলারের সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও দাবি করেন, এ নির্বাহী আদেশের ফলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মার্কিন অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে। নির্বাহী আদেশ সম্পর্কে ট্রাম্পের অভ্যন্তরীণমন্ত্রী রায়ান জিনকে বলেছেন, বিদেশিদের কাছে আবদ্ধ থাকার চেয়ে এ সিদ্ধান্তটি অনেক ভালো। এদিকে, ট্রাম্পের এ নির্বাহী আদেশে সাবেক প্রেসিডেন্ট ওবামার নিষেধাজ্ঞা বাতিল হয়ে যেতে পারে। গত বছর ডিসেম্বরে ওবামা পূর্ব-প্রতিশ্রæতি অনুযায়ী, উত্তর মেরু অঞ্চলে অফশোর তেল ও গ্যাস উত্তোলনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওবামার ওই নিষেধাজ্ঞা জারির পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, একটি শক্তিশালী, টেকসই এবং স্থিতিশীল মেরু অঞ্চলীয় অর্থনীতি ও বাস্তুসংস্থানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।