Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, চীনা প্রেসিডেন্টের কথা শুনছে না পিয়ংইয়ং। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চীনের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিরোধ নিরসনে কূটনৈতিক পদক্ষেপ নিতেও সম্মত হয়েছেন। কিন্তু ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথ ত্যাগ করেনি উত্তর কোরিয়া। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির পরও দেশটির সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গতকাল শনিবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলীয় দক্ষিণ পিয়ংগান এলাকার একটি সেনা ঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেন, চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগ ও ইচ্ছার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে উত্তর কোরিয়া। এজন্য দেশটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটা খুবই খারাপ! এর আগে এক সাক্ষাতকারে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। তাকে অত্যন্ত ভালো মানুষ আখ্যায়িত করে তিনি বলেন, আমি তার (শি জিনপিং) সম্পর্কে খুব ভালো করেই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন। উত্তর কোরিয়া ইস্যুতে চীনের ভূমিকা প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি জানি, তিনি শেষ পর্যন্ত তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। উত্তর কোরিয়া ইস্যুতে কিছু না কিছু করার চেষ্টা করবেন। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়েই ট্রাম্পের যত আপত্তি। মার্কিন প্রশাসন মনে করছে, পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের ভূখÐে হামলা চালাতেই আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে এ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের শপথের পর থেকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এ দাবির পক্ষে রসদ জুগিয়েছে। চীন উত্তর কোরিয়াকে দমনে সহায়তা না করলে প্রয়োজনে একাই সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এ পরিকল্পনায় সায় দেননি মার্কিন সিনেটররা। আগাম হামলা হলে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় দু’পক্ষকেই সতর্ক করেছে চীন ও রাশিয়া। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ