মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় দুটি পৃথক ঘটনায় জঙ্গি সংগঠন বোকো হারাম ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে ১৫ জঙ্গি এবং ৫ সৈন্য রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে। নাইজেরিয়া সেনা মুখপাত্র কিনসলে স্যামুয়েল বলেছেন, উত্তর নাইজেরিয়ায় গত বৃহস্পতিবার সকালে জঙ্গিরা সামবিসার জঙ্গলে একটি সেনা স্থাপনায় হামলা চালায়। বোকো হারাম প্রভাবিত ওই অঞ্চলে গত বছর সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের সরিয়ে দেয়। তখন থেকে ওই অঞ্চলে প্রায়ই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিশেষ করে লেক শাদ অঞ্চলে এবং সেনা ঘাঁটিগুলোতেই তারা হামলা চালিয়ে থাকে। স্যামুয়েল আরো জানান, মুখোমুখি সংঘর্ষে ১৫ বোকো হারাম সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন জঙ্গি সদস্য আহত হয়েছে। এদিকে, একইদিনে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিরা একটি সামরিক বহরের উপর আত্মঘাতী হামলা চালায়। এতে অন্তত ৫ সেনা সদস্য নিহত ও অপর ৪০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সেনাসূত্রে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দুই সেনা কর্মকর্তা জানান, আবু মুসাব আল-বারনাউই অনুসারীরা বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপর এক কর্মকর্তা বলেন, স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১১টায় মাঙ্গুজুম গ্রামে বোকো হারাম জঙ্গিরা সামরিক বহরের ওপর আত্মঘাতী হামলা চালায়। এবিসি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।