বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা ) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ভাইয়ের তান্ডবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক অসহায় পরিবার। গতকাল (শুক্রবার) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ভুক্তভোগী মোঃ শাকিল আহম্মেদ সাংবাদিকদের জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা এলাকায় চারটি দোকানসহ কিছু জায়গা মূল মালিকের কাছ থেকে প্রায় ৮ বছর আগে আমি কিনে নেই। এই জমিটি নিয়ে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আহম্মেদ শুকরের ভাই আশিকুরের সাথে আমার বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে আমি একটি মোটরসাইকেলযোগে বেয়ারা বাজার এলাকায় আমার জমিটি পরিদর্শনে যাই। এ সময় আশিক তার ভাই আওয়ামী লীগ নেতা শুকরের প্রভাব খাঁটিয়ে তার ৫/৬ জন সহযোগী নিয়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এতে আমি গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারা আমার মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে যায় এবং আমার মোটরসাইকেলটি জিম্মি করে রাখে। তারা আমার ভাড়া দেয়া চারটি দোকানের মালিককে দোকান থেকে বের করে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেয়। আমি চিকিৎসা নেয়ার পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিকে ঘটনাটি জানালে ওসি ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে আশিক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ আমার মোটরসাইকেলটি এ সময় উদ্ধার করে। বর্তমানে আমার খালি জায়গাটিতে আশিক ক্ষমতার অপব্যবহার করে ভাই আওয়ামী লীগ নেতা শুকুর আহম্মেদে শুকুরের নাম ভাঙ্গিয়ে জবর-দখলের পাঁয়তারা করছে। বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছি যে, উক্ত জমিতে গেলে আমাকে হত্যা করে গুম করা হবে। সে আরো বলে আমার ভাই আ’লীগ নেতা কাউকে আমি ভয় পাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।