Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে গ্রেফতার ৩

কেরাণীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে নৌকার মাঝি মনিন্দ দাস (৭০) হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং আত্মগোপনে থাকা তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১০ গতকাল বৃহস্পতিবার জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৯ ফেব্রুয়ারি সকাল ভোর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি গলি এলাকায় আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ কেরাণীগঞ্জের মো. ফজলে রাব্বি (২১), মো. শরীফ (২০), মো. আজিজুল শেখ (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাঝি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ৩টি ও শরীফ এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ভোরবেলায় চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকায় মনিন্দ মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে গ্রেফতার ৩

১১ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ