Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা আ’লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী’র সহধর্মিণী রিক্তা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।
জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা অংশগ্রহণ করেন হনুফা আক্তার রিক্তা।
এদিকে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
চৌদ্দগ্রামের নেতাকর্মীরা জানান, আমাদের প্রিয় নেতা রেলমন্ত্রী মুজিবুল হকের মতো রাজনীতির মাধ্যমে জনগণ সেবা করবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

Show all comments
  • Nur- Muhammad ২৯ এপ্রিল, ২০১৭, ৮:০৮ এএম says : 2
    চান্দিনার কন্যা, চৌদ্দগ্রামের বধু, কুমিল্লার সন্তান হনুফা আক্তার রিক্তা কে আমি ( নূর- মোহাম্মদ, পোড়াকান্দি, তিতাস, কুমিল্লা) আমার এলাকার পক্ষ থেকে জানাচ্ছি অঢেল অভিনন্দন। রিক্তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। তোষামোদি নয়, বঙ্গ বন্ধুর সৈনিক আর জনগণের কর্মী হয়ে রিক্তা কাজ করবে। জনগণ এমন আশাই করছে। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ