বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ২০১৭-১৮ সনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে হাফেজ রফিকুল ইসলামের তালুকদারের সভাপতিত্বে ও বদরুজ্জামান ছাদিকের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার, জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আবু তাহিদ মো. খালিদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আবুল ফজল মো. ত্বোহা ও সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা মিছবাহ। সভায় সর্ব সম্মতিক্রমে হাফেজ রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি, শাহিন আলমকে সাধারণ সম্পাদক ও আবদুল কাউয়ূমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ছালিক আহমদ সুমন ও আলী মোহাম্মদ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আবদুল গণী সোহাগ, প্রচার সম্পাদক নুর হোসেন, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আবদুল মতিন রাজন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।