মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট ক‚টনৈতিক উপায়ে সমাধান না হলে অন্য ব্যবস্থা
ইনকিলাব ডেস্ক : ক‚টনৈতিক পথে উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট সংকটের সমাধান না হলে দেশটির সঙ্গে বড় ধরনের সঙ্ঘাতের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সৃষ্ট সঙ্কট কূটনৈতিক উপায়েই মোকাবেলা করতে চান ট্রাম্প। প্রসঙ্গত তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তাকে খুব ভালো মানুষ বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে অনেক জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন। ট্রাম্প আরো বলেন, আমি জানি, তিনি শেষ পর্যন্ত উত্তর কোরিয়া ইস্যুতে কিছু না কিছু করার চেষ্টা করবেন।
গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা বড় ধরনের সঙ্ঘাতের মধ্য দিয়ে শেষ হওয়ার সুযোগ আছে। তবে অবশ্যই আমরা সবকিছু কূটনৈতিকভাবে সমাধান করতে চাই। তবে এটা খুব কঠিন। ৪২ মিনিটের সাক্ষাৎকারে এই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে। এমন এক সময়ে এসে ট্রাম্প এই বার্তা দিলেন, যখন প্রেসিডেন্ট মেয়াদের ১০০ দিন উপলক্ষে মার্কিন কর্মকর্তারা তার নীতি সম্পর্কে স্পষ্ট করে জানতে চাইছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, তারা কিম জং-উনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছেন। তবে তা হবে দেশটির পরমাণু অস্ত্র পরিত্যাগ বিষয়ে। উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটি আবার পারমাণবিক পরীক্ষা চালালে চীন তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে বলেও জানিয়েছেন টিলারসন। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ওই সাক্ষাৎকার দেন ট্রাম্প। এসময় তিনি বলেন, বাবার মৃত্যুর পর মাত্র ২৭ বছর বয়সে ক্ষমতায় আসেন তিনি (কিম জং-উন)। এই অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। আমি তাকে কোনো কৃতিত্ব দিচ্ছি না। দ্য গার্ডিয়ান, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।