মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট ভুল সিদ্ধান্ত ছিল বলে মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ ভোটার। নতুন এক জরিপে এমনটাই উঠে এসেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচনের ডাক দেয়ার ১০ দিন পর একটি জরিপ চালায় ইউগভ ও টাইমস। জরিপে অংশ নেয়া ১৫৯০ ভোটরের ৪৫ শতাংশ বলেছেন তারা মনে করেন ব্রেক্সিট ছিল ভুল সিদ্ধান্ত। আর ৪৩ শতাংশ মনে করেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ব্রিটেনের রায় ছিল সঠিক। কয়েকদিন আগে ইউগভের আরেকটি জরিপে ৪৪ শতাংশ ইইউ ছাড়ার বিরোধিতা করেছিলেন। সমসংখ্যক সমর্থন দিয়েছিলেন ব্রেক্সিটে। ব্রিটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, অল্প সময়ের ব্যবধানে জরিপের ফলে যে পরিবর্তন দেখা যাচ্ছে তাতে ইঙ্গিত মিলছে যে ইইউর ছাড়ার পক্ষে সমর্থন কমছে। গত মাসে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ সক্রিয় করার পর ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ব্রেক্সিট প্রক্রিয়া। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নিশ্চিত না উত্তর দেয়া ভোটারদের সংখ্যা ১০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ শতাংশেই রয়েছে। ইউগভ ও টাইমসের সবচেয়ে সাম্প্রতিক জরিপে ব্রেক্সিটের বিপক্ষে দেয়া অভিমতের হার রেকর্ড সর্বোচ্চ। ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।