মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টিকে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক দল বলে আখ্যায়িত করেছেন বিখ্যাত মার্কিন সাংবাদিক, দার্শনিক ও ভাষাতত্ত¡বিদ নোয়াম চমস্কি। পৃথিবীকে ধ্বংসকারী এমন দল বিশ্বে ইতোমধ্যে আর দেখা যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি। জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রসঙ্গে এসব কথা বলেন চমস্কি। তিনি বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এবং মনে হচ্ছে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আগের সরকারগুলোর নীতিগুলো ধ্বংস করে দেয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে তারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র প্রফেসর অ্যামিরেটাস হিসেবে কর্মরত চমস্কি আরো বলেন, বর্তমান মার্কিন প্রশাসন মুনাফা ও ক্ষমতা’কে প্রাধান্য দিচ্ছে এবং পরিকল্পিতভাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনের কাজে নিয়োজিত থাকা পরিবেশ সুরক্ষা এজেন্সি ও জ্বালানি বিভাগের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। তার ভাষায়, মানুষের ইতিহাসে কি এমন আর কোনো সংগঠন খুঁজে পাওয়া যাবে, যারা পৃথিবীতে মানব বসতি ধ্বংসের মতো কাজে বদ্ধপরিকর? আমার জানা নেই। রিপাবলিকান পার্টি কি সেই দল? এটাকে আমার দল বলতে কষ্ট হয়। এর সম্পর্কে আর কোনো কথা বলা চলে না। জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা পালনকারী দেশগুলোর থেকে যুক্তরাষ্ট্র নিজেকে দিন দিন বিচ্ছিন্ন করে নিচ্ছে বলেও মন্তব্য করেন বিখ্যাত এই বুদ্ধিজীবী। প্রসঙ্গত, এর আগে গত মাসে ওবামার সময়ে গৃহীত জলবায়ু পরিবর্তন রোধের নীতি বাতিল করে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে চীনের উদ্ভাবিত ভাঁওতাবাজি বলে আখ্যায়িত করেন। ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সংক্রান্ত অর্ধ ডজনেরও বেশি নীতি স্থগিত করা কিংবা পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। আধুনিক ভাষাতত্তে¡র জনক হিসেবে পরিচিত চমস্কি এই প্রথমই রিপাবলিকান পার্টি নিয়ে এ ধরনের মন্তব্য করলেন না। গত জানুয়ারিতেও দলটিকে মানুষের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেন। এমনকি ভোটারদের মধ্যে সমর্থন বাড়াতে ট্রাম্প সন্ত্রাসী হামলার ভুয়া গল্প সাজাতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। দ্য ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।