মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি রণতরী ডুবে গেছে। মালবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর রণতরীটি তলিয়ে যায়। তবে উভয় জাহাজের কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় গত বুধবার দুপুরে কৃষ্ণ সাগরের তুরস্ক উপক‚লের কাছে এ দুর্ঘটনা ঘটে। বসফরাস প্রণালী থেকে ২০ মাইল উত্তর-পশ্চিমে মালবাহী জাহাজটির সঙ্গে ওই রণতরীর সংঘর্ষ হয়। এই বসফরাস প্রণালী ইস্তাম্বুলকে ইউরোপ ও এশিয়া মহাদেশে বিভক্ত করেছে। তুরস্কের উপক‚লীয় এলাকায় নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রুশ যুদ্ধজাহাজ থেকে ৭৮ জন কর্মীকে সরিয়ে আনা হয়েছে। কোস্টগার্ড ও জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের ফলে লিমান নামের ওই রণতরীতে একটি বড় ফাটল দেখা দিয়েছিল। মালবাহী জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান জিএসি জানিয়েছে, কুয়াশার মধ্যে ঠিকমতো দেখা না যাওয়ার কারণেই লিমান রণতরীর সঙ্গে সংঘর্ষ হয় ইয়ুজারসিফ এইচ নামের মালবাহী জাহাজটির। লিমান রণতরীটি এর আগে রুশ নৌবাহিনীর গবেষণা কাজে নিয়োজিত ছিল। রাডার ও রেডিও সুবিধাযুক্ত এই রণতরীটি কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের অংশ ছিল। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।