Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মেসিডোনিয়া সংসদে সংঘর্ষে আহত ১০

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পিকার নির্বাচন নিয়ে ইউরোপের দেশ মেসিডোনিয়ার পার্লামেন্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পার্লামেন্ট সদস্য আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। আহত পার্লামেন্ট সদস্যদের মধ্যে রয়েছেন দেশটির প্রভাবশালী সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জেইভ। এএফপির ছবিতে তার মুখমন্ডলে রক্তাক্ত অবস্থায় পার্লামেন্ট ভবন ত্যাগ করতে দেখা গেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মেসিডোনিয়ার পার্লামেন্টের সদস্যরা আলবেনিয়ান বংশোদ্ভূত তালাত জাফরিকে স্পিকার নির্বাচন করলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কির ভিএমআরো দলের সমর্থকরা নতুন নির্বাচনের দাবিতে তুমুল হৈ-হল্লা করতে থাকেন। একপর্যায়ে সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জেইভকে আঘাত করেন আরেক পার্লামেন্ট সদস্য। এরপরই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় প্রায় ২০০ মুখোশধারী প্রতিবাদকারী হৈচৈ করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং এথনিক আলবেনিয়ান পার্টি ও সোশ্যাল ডেমোক্রেট দলের নেতাদের মারধোর করতে থাকে। আলবেনিয়ানদের নিয়ে জাতিগত দ্ব›দ্ব মেসিডোনিয়ায় একটি পুরোনো সমস্যা। দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ আলবেনিয়া থেকে আসা। কিন্তু এই জনগোষ্ঠী রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনেকটাই ব্রাত্য। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ