Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্লেষকদের হুঁশিয়ারি আবার সক্রিয় হয়ে উঠছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গি গ্রুপ জেমাহ ইসলামিয়াহ

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গি গ্রুপ জেমাহ ইসলামিয়াহ ফের সংঘবদ্ধ হচ্ছে। ২০০২ সালে এই গ্রুপটি ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলা চালিয়েছিল। বিশেষজ্ঞরা বৃহস্পতিবার হুঁশিয়ার করে বলেন, গ্রুপটি আবার শক্তি সঞ্চয় করে সক্রিয় হয়ে উঠছে। জাকার্তাভিত্তিক ‘দ্য ইনস্টিটিউট ফর পলিসি এনালাইসিস অব কনাফ্লিক্ট’- আইপিএসি তাদের প্রতিবেদনে জানায়, তারা এখনই হুমকি হয়ে উঠেছে, এমনটি নয়। তবে গোপনে শক্তি সঞ্চয় করছে। যে কোন সময় তারা তৎপর হয়ে উঠতে পারে। যদিও গ্রæপটির নেতৃত্ব অনেক আগেই তাদের উদ্দেশ্য থেকে ইসলামিক স্টেট গঠনের বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়েছিল। বিশ্লেষকরা বলেছেন, তারা বিশে^র সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় দলের একটি সামরিক শাখা গড়ে তুলছে। তারা ব্যাপকভাবে সদস্য সংগ্রহের কাজ শুরু করতে পারে এবং যে কোন সময়ই বিভিন্ন স্থানে আবারও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সংগঠনটির সামরিক শাখার তাৎক্ষণিক উদ্দেশ্য সন্ত্রাসী হামলা না হলেও, প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের দক্ষতা যাচাই করতে বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। নিরাপত্তা বিশ্লেষক সিডনি জোন্স বলেছেন, বর্তমানে জেআই যেসব সদস্য সংগ্রহ করছে, তারা আরও প্রফেশনাল। সদস্য সংগ্রহে তারা সর্বোত প্রচেষ্টা চালাচ্ছে। ১৯৮০ সালে ইন্দোনেশিয়া থেকে বহিষ্কৃত জঙ্গিরা মালয়েশিয়ায় গিয়ে এ সংগঠনটি গড়ে তোলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে তাদের শাখা ছড়িয়ে পড়ে। এদের সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে। ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পশ্চিমা পর্যটকদের ওপর তারাই বোমা হামলা চালিয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিল ২০২ জন। এরপর, ইন্দোনেশীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা কয়েক বছর ধরে কোন তৎপরতা চলায়নি। কিন্তু ২০১০ সাল থেকে সংগঠনটি পুনরায় সংগঠিত হতে শুরু করে। সম্প্রতি গ্রেফতারকৃত তাদের কয়েকজন সদস্যের তথ্য মতে, সংগঠনটি ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানায় আইপিএসি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ