Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রের উন্নত সংস্করণ করে চলেছে আইএস জিহাদি যোদ্ধারা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভিন্ন স্থানে যুদ্ধে পিছিয়ে পড়া সত্তে¡ও আইএস জিহাদিরা অস্ত্রের উন্নত সংস্করণ করছে। তারা এমন একটি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসÑ আইইডি) বোমা উদ্ভাবন করেছে, যা বন্দুকের মাধ্যমেও নিক্ষেপ করা যায় এবং ড্রোন থেকেও নিক্ষেপ করা যায়। আইএসের অস্ত্র তত্বাবধান বিভাগ বুধবার এ কথা জানায়। গত নভেম্বর, ফেব্রæয়ারি ও মার্চ মাসে মসুল পরিদর্শন করে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চÑ সিএআর-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। সিএআর তাদের প্রতিবেদনে জানায়, এই জিহাদি গ্রæপটি নিজস্বভাবে তৈরি অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে। ইরাকি বাহিনী গত অক্টোবরে মার্কিন বাহিনীর নেতৃত্বে মসুলে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটিতে অভিযান চালায়। এরপর সিএআর মসুল পরিদর্শন করে তাদের ওই উন্নত প্রযুক্তির অস্ত্রের নমুনা পায়। ২০১৪ সালে আইএস শহরটি দখল করে নিয়েছিল। সিএআর বলে, আইএস মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর সঙ্গে সমান তালে লড়ার জন্য অনেক ধরনের অস্ত্র তৈরি করেছে। এখনও তাদের সে প্রচেষ্টা অব্যাহত আছে। আইএসের সামরিক শাখা এত শক্তিশালী যে, তারা যে কোন অস্ত্রের উন্নত সংস্করণ তাৎক্ষণিকভাবে উদ্ভাবন করে ফেলতে পারে। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ