Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ফের হামলা চালিয়েছে ইসরাইল

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্র ভাÐারে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ওই অস্ত্র ভাÐারটি লেবাননের হিজবুল্লা সংগঠন কর্তৃক পরিচালিত হতো। গত বৃহস্পতিবার ইসরাইল এ হামলার কথা স্বীকার করেছে। বিমান হামলার জন্য লেবাননের সংবাদমাধ্যম ইসরাইলকে দায়ী করলেও বরাবরের মতো কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। তবে সে দেশের গোয়েন্দা দপ্তর বিষয়ক মন্ত্রী ইসরেল কাৎজ এক সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লার হাতে যাতে কোনোরকম বিধ্বংসী অস্ত্র না পৌঁছায় সেজন্যই এই হামলা হয়েছে। তবে বৃহস্পতিবারের এ হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হলেও, প্রাণহানি হয়নি বলে জানিয়েছে লেবাননের আল-মানার টিভি চ্যানেল। সিরিয়ায় ব্রিটেনের মানবাধিকার সংক্রান্ত নজরদারি সংস্থার মুখ্যপাত্র রামি আব্দেল রহমান বলেছেন, দামেস্কের ২৫ কিলোমিটার দক্ষিণে বিমানবন্দরটি অবস্থিত। কিন্তু বিস্ফোরণের তীব্রতা পৌঁছেছে রাজধানীর অভ্যন্তরেও। তীব্র শব্দে সাত সকালে ঘুম ভেঙ্গেছে সেখানকার বাসিন্দাদের। প্রসঙ্গত, ২০১১ সালে থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। আল-মানার টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ