পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি সকল শাখার মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সই ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। তিনি মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহভাজন হিসাবের ওপর নজরদারি এবং কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হুসেইন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর জেনারেল ম্যানেজার দেব প্রসাদ দেবনাথ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সিটি ব্যাংকের সকল শাখার মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাসহ মোট ১৪৯ জন কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে বক্তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অর্জিত বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।