পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মন্থরতা কাটিয়ে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ইতিবাচক উন্নতিতে দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৪ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৩ পয়েন্টে এবং ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ২ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডি কম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, ডেসকো এবং ইসলামী ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো বিডি অটোকারস, নর্দান জুট, বিডি কম, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইবনে সিনা, স্যালভো কেমিক্যাল, ওয়ান ব্যাংক, খান ব্রাদার্স পিপি, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল ২য় মি. ফা.। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডা:, ফাইন ফুডস, মেট্রো স্পিনিং, বিডি ফাইন্যান্স, ডেসকো লি:, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোং লি:, শেফার্ড ইন্ডা: ও ম্যাকসন স্পিনিং।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন কমেছে ৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং কোনো পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিডি কম, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, অ্যাপোলো ইস্পাত এবং ইউনাইটেড পাওয়ার।
এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার কমিশনের ৬০৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়। নন-কনভার্ট্যাবল ৭ বছর মেয়াদি বন্ডটি বাণিজ্যিক ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। টায়ার ২ অনুযায়ী ক্যাপিটাল ভিত্তি শক্তিশালী করার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকটি এ বন্ড ইস্যু করবে। এ ক্ষেত্রে প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট।
এছাড়া আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। বাকি ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সকল বিনিয়োগকারীর জন্য, যা প্রতিটি ইউনিট ১০ টাকা দরে ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে। নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় এ ইউনিট বিক্রয় করা হবে। এ বেমেয়াদি ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি ফাইন্যান্স। এতে সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি ও কাস্টুডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।