Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ বেড়েছে হাজার গুণ

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর গত তিন মাসে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন সীমান্তে ইসলাম-বিদ্বেষের ঘটনা প্রায় এক হাজার গুণ বেড়েছে বলে দাবি করেছে একটি মুসলিম একটিভিস্ট দল। কাউন্সিল অন আমেরিকা-ইসলামিক রিলেশন (সিএআইআর) এমন কিছু তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত থেকেই। সেই তথ্যের ভিত্তিতেই তারা বলছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ নতুন কিছু না হলেও গত তিন মাসে তা বহুগুণে বেড়েছে। শুধু মৌখিক বিদ্বেষ নয়, চলছে অনেকের ওপর শারীরিক নির্যাতনও। মুসলিমদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ওপরই সন্ত্রাস চালানো হচ্ছে। গত তিনমাসে এরকম ১৯৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে এই হামলা অনেকটা আইনি বৈধতাও পেয়ে যাচ্ছে। ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ আইন জারি হওয়ার পর থেকেই এমন উগ্র মুসলিম বিদ্বেষের সূচনা বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। সিএআইআর-এর পরিচালক কোরি সাইলর জানিয়েছেন, আমি নিশ্চিত ট্রাম্পের ছয় দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ আইনের সঙ্গে এইসব ঘটনার সম্পর্ক আছে। ট্রাম্প যে ঘৃণা ছড়িয়েছেন এখন সেই ঘৃণা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ