Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থেরেসা মের দলের প্রতি সমর্থন বাড়ছে

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী থেরেসা মে’র ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সমর্থন বাড়ছে। যুক্তরাজ্যভিত্তিক অনলাইন প্যানেলবেজের জরিপে দেখা যায়, ২২ পয়েন্ট এগিয়ে আছে কনজারভেটিভ পার্টি। সেই হিসাবে সহজেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে থেরেসা মে’র দল। খবরে বলা হয়, প্যানেলবেজের এবারের জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে ৪৯ শতাংশ অংশগ্রহণকারী। জানুয়ারিতে পরিচালিত একই জনমত জরিপের ফলাফলের তুলনায় এবার শাসক দলের প্রতি সমর্থন বেড়েছে ১০ শতাংশ। বিরোধী দল লেবার পার্টির প্রতি সমর্থন ৪ শতাংশ কমে নেমে এসেছে ২৭ শতাংশে। কমেছে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির (ইউকেআইপি) প্রতি সমর্থনের হারও। ৯ শতাংশ কমে ইউকেআইপির প্রতি সমর্থনের হার ঠেকেছে ৫ শতাংশে। প্যানেলবেজ জানিয়েছে এবারের জরিপ এপ্রিল ২০ থেকে ২৪ এপ্রিল-এর মধ্যে ১,০২৬ জন মানুষের উপর পরিচালিত হয়। রয়টার্স। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ