Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনির বলয়ের ভেতরে ঢুকে পড়েছে নাসার নভোযান ক্যাসিনি

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাসার অনুসন্ধানী নভোযান ক্যাসিনি শনি গ্রহের বলয়ের মধ্যে ঢুকে গেছে। বুধবার এটির শনির বলয়ের ভেতরে ২২ বারের পরিক্রমণ শুরু করার কথা ছিল। কিন্তু যানটির রেডিও সংযোগ আপাতত বন্ধ রয়েছে এবং এক দিন পার না হলে সেই সংযোগ পুনঃপ্রতিষ্ঠার প্রোগ্রামিং করা নেই। তাই ক্যাসিনির নিয়ন্ত্রণকারী ও বিজ্ঞানীদের আজ বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ক্যাসিনি শনির পৃদেশে বিরাজমান মেঘপুঞ্জ এবং গ্রহটির রহস্যঘেরা বলয়ের মাঝখানের অংশটুকুতে আগামী পাঁচ মাসে ২২ বার ঝাঁপ দেবে বলে নির্ধারিত রয়েছে। শনি গ্রহ ও তার বলয়ের ছবি তোলা ও অন্যান্য উপাত্ত সংগ্রহের জন্যই ক্যাসিনি যানটিকে সেখানে পাঠানো হয়েছে। যানটি অত্যন্ত দ্রæতগতিতে ছুটতে থাকায় (ঘণ্টায় এক লাখ ১০ হাজার কিলোমিটার বা ৭০ হাজার মাইল) শনির বলয়ের ভেতর দিয়ে যেতে এর কিছুটা ঝুঁকি রয়েছে। এই বিপুল গতির একটি যানের সঙ্গে ক্ষুদ্রাতিক্ষুদ্র বরফকণা বা বস্তুকণার সংঘর্ষ হলেও বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য ক্যাসিনির বড় অ্যান্টেনাটি যাতে ঢাল হিসাবে কাজ করতে পারে সে জন্য সেটিকে যানটির গমনপথের দিকে স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে একইসঙ্গে যানটি পৃথিবীর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারবে না। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ক্যাসিনি উল্লেখিত স্থানে আরও ২১ বাস ঝাঁপ দেবে এবং এরপর গ্রহটির আবহাওয়ামÐলে ঢুকে পড়বে। ক্যাসিনির ট্যাঙ্কে অবশিষ্ট যে জ্বালানি রয়েছে তা দিয়ে যানটি আর বেশিদিন তার অভিযান অব্যাহত রাখত পারবে না। ক্যাসিনির এই ২২ বারে ঝাঁপকে নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রান্ড ফাইন্যাল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ