Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গডস অফ ইজিপ্ট

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

‘আই, রোবট’ (২০০৪) চলচ্চিত্রের জন্য খ্যাত অ্যালেক্স প্রয়াস পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘গডস অফ ইজিপ্ট’। ‘নোয়িং’ (২০০৯), ‘আই ক্যাপচার দ্য ক্যাসল’ (২০০৩), ‘গ্যারাজ ডেজ’ (২০০২), ‘ডার্ক সিটি’ (১৯৯৮) এবং ‘ক্রো’ (১৯৯৪) প্রয়াস পরিচালিত অন্য কয়েকটি চলচ্চিত্র।  
সেট (জেরার বাটলার) প্রাচীন মিশরের একজন মৃত্যুহীন দেবতা। তাকে সবাই জানে অন্ধকারের দেবতা হিসেবে। সে এসে দখল করে নেয় মিশরের সিংহাসন। একসময় যে সাম্রাজ্য ছিল শান্তির তুলনা তাতে ভর করে অশান্তি, অরাজকতা, সংঘাত আর হানাহানি। একজন দেবতার বিরুদ্ধে কে দাঁড়াবে? কোনও মরণশীল মানুষের পক্ষে তো তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। এরপরও একজন বীর সেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার নাম হল বেক (বেন্টন থোয়েটেস)। বেক একসময় চোর ছিল। তবে দেবতাদের কারণে তার প্রেমিকাকে হারিয়ে এখন তাদের প্রতি সে ভীষণ ক্ষুব্ধ। যে করে হোক সে প্রতিশোধ নেবে দেবতাদের বিরুদ্ধে। কিন্তু সেটের সঙ্গে সে একা কী করে যুদ্ধ করবে? একজন ব্যতিক্রমী সহযোদ্ধা পেয়ে যায় সে। প্রাচীন মিশরের আরেক শক্তিশালী দেবতা হোরাস (নিকোলাই কস্টার-ওয়াল্ডাও) তার পাশে দাঁড়ায়। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ এক পক্ষে এক অশুভ দেবতা অন্য পক্ষে দেবতা আর মানুষের এক দল। সেট আর তার দল যুদ্ধে পৃথিবীর বাইরে নিয়ে যায় অন্য জগতে। এই যুদ্ধে জয়ী হতে হলে দুই পক্ষকেই সাহসের পরীক্ষা দিতে হবে।
হলিউড শীর্ষ পাঁচ
১। ডেডপুল (রায়ান রেনল্ডস, মোরেনা বাকারিন, জিনা কারেনো, এড স্ক্রাইন)
২। গডস অফ ইজিপ্ট (জেরার বাটলার, জেফরি রবশ, বেন্টন থোয়েটেস, নিকোলাই কস্টার-ওয়াল্ডাও)
৩। ট্রিপল নাইন (কেইট উইন্সলেট, কেসি অ্যাফ্লেক, চিওয়েটেল এজিওফর, ক্লিফটন কলিন্স জুনিয়র, উডি হ্যারেলসন, গ্যাল গ্যাডো)
৪। রিজেন (জোসেফ ফাইন্স, টম ফেল্টন, পিটার ফার্থ, ক্লিফ কার্টিস)
৫। কুং ফু পান্ডা থ্রি (এনিমেশন; ভয়েস : জ্যাক ব্ল্যাক, ডাস্টিন হফম্যান, ব্রায়েন ক্র্যানস্টন, জে. কে. সিমন্স)




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গডস অফ ইজিপ্ট

৪ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ