প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : কিশোরগঞ্জের মেয়ে পুনম হাসান জুঁই’র মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে একটি সেল ফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে। তবে ২০১৩ সালে চ্যানেল আইতে প্রচার হওয়া ধারাবাহিক নাটক ‘নূরজাহান’-এ অভিনয় করে আলোচনায় চলে আসেন। ধারাবাহিকটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ এই ধারাবাহিকটি নির্মাণ করেছিলেন সুমন আনোয়ার ও রায়হান খান। এরপর জুঁই’কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ভালো ভালো নাটকে কাজ করেছেন তিনি। কৌশিক শংকর দাশের নির্দেশনায় ‘লাভ স্টোরি-টু’, চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘না সজনী’ ‘নিবেদিতা’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় খ- নাটকে অভিনয় করে আলোচনায় চলে আসেন জুঁই। বর্তমানে তিনি নতুন চারটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। নাটকগুলো হচ্ছে সুমন আনোয়ারের ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ ও ‘স্বর্ণলতা’, অনিমেষ আইচের ‘বুবনের সাত সতেরো’ এবং আলভী আহমেদ’র ‘নষ্ট নীড়’। প্রতিটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন জুঁই। জুঁই বলেন, ‘কৃতজ্ঞ আমার প্রত্যেক নাটকের নির্মাতাদের প্রতি যারা আমাকে নিয়ে কাজ করেছেন। আমি প্রতিনিয়ত নিজেকে তৈরি করছি। ভালো অভিনয় করার চেষ্টা করছি। একজন গুণী অভিনেত্রী হবার আপ্রাণ চেষ্টা সবসময়ই আমার মনের ভেতর কাজ করে।’ ২৫ ডিসেম্বর জন্ম নেয়া জুঁই রাজধানীর বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। জুঁই অভিনীত সাম্প্রতিক সময়ে শেষ হওয়া দুটি দর্শকপ্রিয় নাটক হচ্ছে অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’ ও এসএম শাহীনের ‘ময়না টিয়া’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।