Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন কমেডি ধারাবাহিক প্রহেলিকা

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’। ধারাবাহিকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে। সিচুয়েশনাল কমেডি নির্ভর ধারাবাহিকটি রচনা করেছেন আহসান হাবিব। পরিচালনা করেছেন বিক্রম খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। একটি অফিসের বিভিন্ন ধরনের মজার কর্মকা- নিয়ে আবর্তিত হয়েছে ধারাবাহিকটির গল্প। অফিসের বস তৌকীর আহমেদ। অফিসের এই স্মার্ট, ব্যাচেলর বসের রয়েছে সুন্দরী পিএস শামীমা তুষ্টি। অন্য কোন কলিগ নয় স্বয়ং বসই তুষ্টির প্রতি দুর্বল। কিন্তু ব্যাপারটি বস নিজের ভেতরেই রাখেন, কখনও তা প্রকাশ করেন না। কারণ তিনি বস হিসেবে নিজেকে অনেস্ট রাখতে চান। অফিসের অন্যান্য স্টাফদের মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, মাজনুন মিজান, শফিকুল দিলু, বরুণসহ আরও অনেকে। যারা প্রতিদিন অফিসে এসেই কোন না কোন অঘটন ঘটায়। আর এসব ঘটনার সমাধান করতে গিয়ে প্রতিদিনই অফিসের বসকে রীতিমতো হিমশিম খেতে হয়। প্রতিদিন অফিসে এসেই তাকে বিভিন্ন ঝামেলার সমাধান করতে হয়। এসব ঝঞ্ঝাট মোকাবিলা করতে গিয়ে কোন ফুরসত মেলে না তার। সুন্দরী পিএস-এর সঙ্গে দু’দ- কথা বলাও হয়ে ওঠে না। উল্টো কর্মচারীদের নিয়ে শঙ্কায় থাকতে হয় তাকে, কেননা কখন কি অঘটন ঘটে। তৌকীর আহমেদের অফিসের প্রতিদিনের মজার মজার ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলে প্রহেলিকা ধারাবাহিকের গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কমেডি ধারাবাহিক প্রহেলিকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ