নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ২০০৬ এর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৮ জাতির হওয়ায় এই মেগা আসরে অংশগ্রহণের যোগ্যতা ছিল না বাংলাদেশের। ২০১৫ এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে র্যাঙ্কিংয়ে সেরা ৮ এÑআইসিসির বেধে দেয়া এই শর্ত পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ এ উঠে ১১ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। প্রতীক্ষিত এই আসরে প্রত্যাশিত পারফরমেন্সে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। ৪৪ দিনের লম্বা এই সফরে গতকাল মধ্যরাতে (রাত ১টা ১৫ মিনিট) মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে। প্রতিশ্রæতি দিয়ে লন্ডনের ফ্লাইট ধরেছে ক্রিকেটাররা।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটাররা পারফর্ম করায় দুর্ভাবনা নেই মাশরাফির। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মাশরাফি। আত্মবিশ্বাস অর্জনের জন্য ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে প্রত্যাশিত পারফর্মকে দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক গুরুত্বÑ ‘আয়ারল্যান্ডে এখন শীত মৌসুম। আর ইংল্যান্ডে মাত্র গ্রীষ্ম শুরু হয়েছে। সুতরাং দুই রকম আবহাওয়ায় উইকেটের আচরণ দুই রকম হতে পারে। ১০-১২ দিনের ক্যাম্পটা আমাদের খুব কাজে লাগবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কয়েকটা প্রস্তুতি ম্যাচ এবং আন্তর্জাতিক ম্যাচ পাবো। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসটা ঠিকঠাক রাখতে পারি, তাহলে ভালোই হবে।’
লন্ডনে পা রেখে সাসেক্সে অনুশীলন, দু’টি অনুশীলন ম্যাচ খেলার সুযোগকে ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ দলকে সাহায্য করবে বলে মনে করছেন হাতুরুসিংহেÑ‘সাসেক্স ক্যাম্পের পুরোটা জুড়ে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রাধান্য থাকবে। সামর্থ্য ও দক্ষতার ওপর ভিত্তি করে আমরা আমাদের সেরা পরিকল্পনা করব।’ আয়ারল্যান্ড সফরটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের কাছে হারলে বিপদ নয়, কিন্তু আয়ারল্যান্ডের কাছে হারলে র্যাঙ্কিং হারানোর শঙ্কা। পচা শামুকে পা কাটলে র্যাঙ্কিংয়ে ধাক্কা খেতে হবে। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না হাতুরুসিংহেÑ ‘আয়ারল্যান্ডে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। ওয়ানডে র্যাংকিংয়ে আমাদের অবস্থানের উন্নতি করতে চাই। হ্যাঁ, এটা বড় চ্যালেঞ্জ, খুব সহজ হবে না। যতটা সম্ভব ভালোভাবে আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হতে চাই।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গ্রæপের তিন প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, পরাক্রমশালী অস্ট্রেলিয়া এবং ওয়ানডের অন্যতম শক্তি নিউজিল্যান্ড থাকায় বড় কিছুর আশা করছেন না হাতুরুসিংহেÑ ‘আমরা ইংল্যান্ডে অনেক দিন খেলি না। তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের সেরা তিন দলের বিপক্ষে কোনো কিছুই ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। ওই ম্যাচগুলোতে আমরা যাই অর্জন করি না কেন, আমাদের বড় পাওয়া হবে।’
বাংলাদেশের যুক্তরাজ্য সফরসূচী
সাসেক্স ক্যাম্প ও আয়্যারল্যান্ড সফর
১ মে নরফোকের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ অরুনডেল
৫ মে সাসেক্সের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ হোভ
ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ-আয়্যারল্যান্ড-নিউজিল্যান্ড)
১২ মে আয়্যারল্যান্ড-বাংলাদেশ মালাহাইড, ডাবলিন
১৭ মে নিউজিল্যান্ড-বাংলাদেশ ক্লোনটার্ফ, ডাবলিন
১৯ মে আয়্যারল্যান্ড-বাংলাদেশ মালাহাইড, ডাবলিন
২৪ মে নিউজিল্যান্ড-বাংলাদেশ ক্লোনটার্ফ, ডাবলিন
চ্যাম্পিয়ন্স ট্রফি
২৭ মে ১ম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান এজবাস্টন
৩০ মে ২য় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-ভারত সারে, ওভাল
১ জুন ১ম ম্যাচ বাংলাদেশ-ইংল্যান্ড সারে, ওভাল
৫ জুন ২য় ম্যাচ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সারে, ওভাল
৯ জুন ৩য় ম্যাচ বাংলাদেশ-নিউজিল্যান্ড কার্ডিফ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।