Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার কাছে হারল আবাহনী

লিজেন্ডসকে জিতিয়ে লন্ডনের ফ্লাইট ধরলেন মাশরাফি

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গতবারের মতো এবারো শেখ জামাল ধানমন্ডীতে হোঁচট খেতে হলো আবাহনীকে। গতবার শেষ বলে মোক্তার আলীর ছক্কায় উৎসবে ফেটে পড়েছিল শেখ জামাল ধানমন্ডী ক্লাব। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচের উত্তাপ দিতে দেননি শেখ জামাল ধানমন্ডীর মিডল অর্ডার জিয়াউর রহমান। তার ৫৭ বলে ৩ চার ৬ ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে ফতুল্লায় অন্য এক উৎসবে মেতে উঠেছে শেখ জামাল ধানমন্ডী ক্লাব।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রত্যাশিত স্কোর করতে পারেনি এদিন আবাহনী। ইনিংসের মাঝপথে (দ্বিতীয় পাওয়ার প্লে) ওভারপ্রতি ৫ রানই কাল হয়ে দাঁড়িয়েছে আবাহনীর। ফতুল্লা থেকে ম্যাচ শেষ করে বাসা হয়ে বিমানবন্দরে যেতে হবে, অবচেতন মনে এটাই স্বাভাবিক ব্যাটিংয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে মোসাদ্দেককে (৯ রান)। মাহামুদুল্লাহ ৬২ এ থেমে যাওয়ায় সøগকে কাজে লাগাতে পারেনি আবাহনী (শেষ ৬০ বলে ৬৩/৪)। ওপেনার লিটন দাসের ফিফটিও দলের চাহিদা মেটাতে পারেনি (৮২ বলে ৬২)। লেগ স্পিনার তানবীরের বোলিংয়ে (৪/৪৫) আবাহনীকে ২৬৯/১০ থামিয়ে দেয়ায় জয়ের স্বপ্ন দিয়েছে উঁকি শেখ জামালের। ইনিংসের দ্বিতীয় ওভারে ইমরুল কায়েস উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসার পরও দুর্ভাবনায় পড়তে হয়নি শেখ জামালকে। দ্বিতীয় জুটির ১০৪ ও চতুর্থ জুটির ১০২ রানে জয়ের পথ সুগম করেছে শেখ জামাল।  ওপেনার ফজলে রাব্বী ইনজুরিতে পড়ে ৬৩ রানের মাথায় ড্রেসিং রুমে ফিরে আসায় কিংবা ভারতীয় রিক্রুট প্রশান্ত চোপরা ৫৭ তে আউট হলে হালটা ধরেছেন জিয়াউর। চেনা চেহারায় আবিভর্‚ত হয়ে আবাহনী বোলারদের শাসন করেছেন জিয়া। ৩৭ বলে ফিফটি, ৫৭ বলে ৩ চার, ৬ ছক্কায় ম্যাচ উইনিং হার না ৭৩ রানে শেখ জামাল ধানমন্ডীকে দিয়েছেন উৎসবের উপলক্ষ্য।  আবাহনীর ৭ বোলারের ৬ জনই তার হাতে খেয়েছেন ছক্কা! তার ব্যাটিংয়ে সøগে কোনো চাপই নিতে হয়নি শেখ জামালকে! শেষ ১৮ বলে ৪ রানের লক্ষ্যটা পাড়ি দিয়েছে শেখ জামাল ১২ বল হাতে রেখে। আবাহনীর এটি চতুর্থ ম্যাচে প্রথম হার। সেখানে শেখ জামাল ধানমন্ডীর তৃতীয় জয়। এই ম্যাচ জিতে ১০ লাখ টাকা বোনাস পেয়েছে শেখ জামাল।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনের মাত্র ক’ঘণ্টা আগে লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রতিদান দিয়ে গেলেন মাশরাফি-মুশফিক। পিচের পাশে পানি জমে থাকায় বিকেএসপি ফের এ ৪ ঘণ্টা পর শুরু হওয়া ২৭ ওভারে নির্ধারিত ম্যাচটি পেয়েছে যথেষ্ট উত্তাপ। এক এন্ড আগলে রাখা মেহরাব জুনিয়রের ৭৯ রানে ভর করে কলাবাগান ক্রীড়া চক্রের ১৭৬/৮ স্কোর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জকে। তবে ৬ ওভারের প্রথম পাওয়ার প্লেতে লিজেন্ডস অব রূপগঞ্জকে এগিয়ে দিয়েছেন হাসানুজ্জামান (২৪ বলে ৩০)। ওভারপ্রতি ৬.৫৭ এর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে ৪৫ রানই জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। দ্বিতীয় পাওয়ার প্লে’র ১৫ ওভারে ১০৪ রানে পেয়েছে মুশফিক-মাশরাফির দল জয়ের আবহ। মুশফিকুরের ৪৪ রানের পাশে চতুর্থ জুটিতে আসহার জাইদি (১৭ বলে ৩৭)-মাশরাফির (১৮ বলে ২৩) ২৬ বলে ৪৬ রানের পার্টনারশিপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে জয়ের ধারায় ফিরেছে লিজেন্ডস। সাসেক্সের অনুশীলন ক্যাম্প, আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে দলের বোঝা বইতে হবে মাশরাফিকে, প্রয়োজনে করতে হবে অল রাউন্ড পারফর্ম। গতকাল সেই প্র্যাকটিসটা করে গেলেন মাশরাফি (২/৩৬ ও ২৩ রান)। চতুর্থ ম্যাচে লিজেন্ডসের এটি তৃতীয় জয়, কলাবাগানের তৃতীয় হার।


স ং ক্ষি প্ত স্কো র
লিজেন্ডস অব রূপগঞ্জ-কলাবাগান ক্রীড়া চক্র
কলাবাগান ক্রীড়া চক্র : ১৭৬/৮ (২৭.০ ওভার), মেহরাব জুনি. ৭৯*, আশরাফুল ০, তুষার ইমরান ২৯, মাসাকাদজা ৬, তাসামুল ৫, জসিমউদ্দিন ২২, আবুল হাসান রাজু ২০, শরীফ ২/৪৬, মোশারফ রুবেল ২/২৮, মাশরাফি ২/৩৬, আসহার জাইদি ১/১৪। লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৭৮/৭ (২৬.৪ ওভার), হাসানুজ্জামান ৩০, মুশফিক ৪৪, আসহার জাইদি ৩৭, মাশরাফি ২৩, আবুল হাসান রাজু ২/৪১, মোক্তার আলী ২/২৩, সনজিত ২/৩০।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মাশরাফি (লিজেন্ডস অব রূপগঞ্জ)।

আবাহনী-শেখ জামাল
আবাহনী লি. : ২৬৯/১০ ( ৫০.০ ওভার), লিটন ৬২, মাহামুদুল্লাহ ৬২, শুভাগতহোম ৩২, সাইফউদ্দিন ২৬, শাহাদত রাজিব ২/৫৮, জিয়াউর ১/৩৪, রাজ্জাক ২/৪৮, তানবীর ৪/৪৫। শেখ জামাল ধানমন্ডী ক্লাব : ২৭০/৪ (৪৮.০ ওভার), ইমরুল কায়েস ৮, ফজলে রাব্বী ৬৩, প্রশান্ত চোপরা ৫৭, নুরুল হাসান সোহান ৪৬, জিয়াউর ৭৩*, সাইফউদ্দিন ১/৩৮, মোসাদ্দেক ১/৫০, সাকলায়েন সজীব ১/৩৮।
ফল : শেখ জামাল ধানমন্ডী ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জিয়াউর রহমান (শেখ জামাল ধানমন্ডী)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ